গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বৃহস্পতিবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তাবলিগের সাথীরা এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজক হিসেবে থাকছেন।
বৃহস্পতিবার বাদ জোহর বাংলাদেশের মাওলানা রবিউল হক সাহেবর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এদিন বাদ আসর বাংলাদেশের মাওলানা ফারুক সাহেব ও বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব বয়ান করেন।
বৃহস্পতিবার সকালে বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব মুরব্বিদের পরামর্শসভায় প্রতিদিনের বয়ান ও বিভিন্ন আমলের এসব সিদ্ধান্ত হয়।
পরামর্শ অনুসারে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। সকাল ১০টায় তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল সাহেব।
বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা ওমর খতিব সাহেব। বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের সাহেব। শুক্রবার বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট সাহেব।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেব। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাঈল গুধরা সাহেব ও বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাসান সাহেব।এদিন বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব বয়ান করবেন।
রোববার বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান সাহেবর হেদায়াতি বয়ানের মধ্য দিয়ে শুরু হবে শেষ দিনের কার্যক্রম। এরপর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব কিছু সময় দোয়ার আদব ও বিশেষ দিক নির্দেশনা দেবেন।সবশেষ বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব ইজতেমার প্রথমপর্বের আখেরি মুনাজাত পরিচালনা করবেন।
এর মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে এবারই প্রথম তিন পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুটি-আজ থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি (শুরায়ি নেজাম)।