| ২১ এপ্রিল ২০২৫
ad728

একটি মহল সরকারকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে

রিপোর্টারের নামঃ Momtaz Uddin Ahmed Emon
  • আপডেট টাইম : 24-02-2025 ইং
  • 9242 বার পঠিত
একটি মহল সরকারকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে
ছবির ক্যাপশন: সমাবেশে বক্তব্য রাখছেন মাওলানা জালালুদ্দীন আহমদ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সাম্প্রতিক ব্যাপক ভাবে বেড়ে যাওয়া ছিনতাই- রাহাজানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী সমূহের ম্রিয়মাণ তৎপরতায় জনমনে অসন্তোষ দেখা দিচ্ছে। কোন রকম বিলম্ব ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

তিনি আজ (২৪ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা শরীয়তপুরের জাজিরা উপজেলা সদরের টিএন্ডটি মোড় মাঠে দলের পৌরশাখা আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, পতিত হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ সব রকম উপায়ে দেশে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ছিনতাই-রাহাজানি, খুন-খারাবীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য অপপ্রয়াস চালিয়ে যাবে- এটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রকম ঘোষনা দিয়ে রেখেছে। তারপরও সরকারের যথাযথ পদক্ষেপের অভাব আমাদেরকে হতাশ করছে।

তিনি সাম্প্রতিক সময়ে রাখাল রাহা'র প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সরকারের ভিতর থেকেই একটি মহল সরকারকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা বিগত ফ্যাসিবাদের সুবিধা ভোগী। এরা চব্বিশের চেতনা ধারণ করেনা। এরা শাহবাগের পরাজিত শক্তি। এরা তওহীদি জনতাকে বারবার উস্কানি দিচ্ছে। এরা পতিত হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখে।

তিনি আরও বলেন, সরকারের কোন কোন উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই আপত্তি জানিয়ে ছিলাম। এখনো সময় আছে তাদের বিষয়ে সতর্ক হোন।
তিনি বলেন, দেশের সামগ্রিক যা অবস্থা তাতে প্রয়োজনীয় সংস্কার ছাড়া একটি যেনতেন নির্বাচন এই জাতিকে মুক্তি দিবে না।
তিনি প্রয়োজনীয় সংস্কারসহ একটি ফলপ্রসূ জাতীয় নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান।
কর্মী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস, জাজিরা পৌর শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান। সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম বাদশা ও মাওলানা রেজাউল করিমের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ ওসমানী, জেলা সাধারণ সম্পাদক হাফেজ শেখ দবির হোসাইন, জাজিরা উপজেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, শরিয়তপুর সদর উপজেলা সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, জাজিরা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম মানিক ,মাওলানা মাহবুবুর রহমান ওসমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ইন্টিগসোল