গতকাল সামাজিক যোযোগ মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের করা এক ফেইসবুক পোস্টের জাবাবে বিশিষ্ট ইসলামি স্কলার ও আজমতে সাহাবা বাংলাদেশের মহাসচিব শেয়খ আলী হাসান উসামা নিজস্ব ভেরিফাইড ফেইসবুক পোস্টে লিখেন, 'তাওহিদি জনতা' বলে টিটকারি মেরো না। 'তাওহিদি জনতা' খেপলে 'শিরকবাদী এলিট'দের পালানোর জায়গা থাকবে না। দুদিন আগে বা পরে এই দেশ হবে তাওহিদি জনতার দেশ। শিরকবাদী সুশিলদের সেদিন কী হবে?
তিনি আরও লিখেন, 'তাওহিদি জনতা' তোমাদের বিপক্ষে দাঁড়ালে এবং দ্রুত নির্বাচনের দাবিতে বড় জমায়েত শুরু করলে তোমাদের দিন ফুরাতে বেশিদিন লাগবে না। তারা সমর্থন উঠিয়ে নিলে কীভাবে আম-ছালা সব যায়, বুঝতে সময় লাগবে না।
ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
---|---|
যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
এশা | ০৭:২২-০৪:৪৯ মিনিট রাত |
জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |