| ২২ এপ্রিল ২০২৫
ad728

সাহাবায়ে কেরামের মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে মদীনার ইসলাম চর্চা করতে হবে।

রিপোর্টারের নামঃ Momtaz Uddin Ahmed Emon
  • আপডেট টাইম : 12-02-2025 ইং
  • 11001 বার পঠিত
সাহাবায়ে কেরামের মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে মদীনার ইসলাম চর্চা করতে হবে।
ছবির ক্যাপশন: সাহাবায়ে কেরামের মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে মদীনার ইসলাম চর্চা করতে হবে।

ইসলামী আকীদার অন্যতম অঙ্গ সাহাবায়ে কেরাম রা. মর্যাদা প্রতিষ্ঠা করা। গুমরাহীর সূত্রপাত হয় সাহাবা বিদ্বেষের মাধ্যমে। মূলত রাসূল সা. এর শানে গোস্তাখি করার পূর্বে ইসলামের শত্রুরা প্রথমে সাহাবা আজমাঈনদের আক্রমন করে। এটা যুগে যুগে ফিরাকে বাতেলার অন্যতম কৌশল হিসেবে চলে আসছে।

আজমতে সাহাবা বাংলাদেশ সাহাবায়ে কেরাম রা. মর্যাদা প্রতিষ্ঠার এক মোবারক সংগঠন। মদীনার ফিকির এবং হক্কানী ওলামায়ে কেরামের মেহনত। এ সংগঠনকে এগিয়ে নেয়া আমাদের ঈমানী দায়িত্ব। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক মেরুকরণ চলছে। আমরা মনে করি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতষ্ঠিার জন্যে খেলাফায়ে রাশেদার আদলে খেলাফত রাষ্ট্র ছাড়া তা কখনো সম্ভব নয়। যারা সাহাবা বিদ্বেষী ব্যক্তি বা দলের বিষয়ে আমাদের সতর্ক  থাকতে হবে।

আজ আজমতে সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির একগুরুত্বপূর্ণ বৈঠকে সংগঠনের আমীর আল্লা্মা খুরশিদ আলম কাসেমী এসব কথা বলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ইন্টিগসোল