| ২১ এপ্রিল ২০২৫
ad728

ইজতেমার ২ পর্বে যৌতুকবিহীন ৮৬ বিয়ে সম্পন্ন

রিপোর্টারের নামঃ Momtaz Uddin Ahmed Emon
  • আপডেট টাইম : 04-02-2025 ইং
  • 11475 বার পঠিত
ইজতেমার ২ পর্বে  যৌতুকবিহীন ৮৬ বিয়ে সম্পন্ন
ছবির ক্যাপশন: ইজতেমার ২ পর্বে যৌতুকবিহীন ৮৬ বিয়ে সম্পন্ন

টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন ২৩টি যৌতুকবিহীন গণ বিয়ে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়। শুরায়ী নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।

তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর বিশ্ব ইজতেমায় যৌতুক বিহীন বিয়ের আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতের মাওলানা যোহাইরুল হাসান। অপরদিকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা যোহাইরুল হাসান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এনিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬টি গণবিয়ে সম্পন্ন হয়েছে।

এর আগে, বাদ যোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। বয়ান শেষে ওইসব বর—কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা—খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবকগন।

  বুধবার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজামের বা মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিদের দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ইন্টিগসোল