| ২১ এপ্রিল ২০২৫
ad728

স্বস্তি পাসপোর্টে : থাকছে না পুলিশ ভেরিফিকেশন

রিপোর্টারের নামঃ Momtaz Uddin Ahmed Emon
  • আপডেট টাইম : 04-02-2025 ইং
  • 12370 বার পঠিত
স্বস্তি পাসপোর্টে : থাকছে না পুলিশ ভেরিফিকেশন
ছবির ক্যাপশন: স্বস্তি পাসপোর্টে : থাকছে না পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে না। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

এর আগে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ওই সভায় এ বিষয়ে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। সভায় অধিকাংশ প্রতিনিধি পাসপোর্টে ভেরিফিকেশন উঠানোর পক্ষে মত দিয়েছেন। আগামীতে আরেকটি সভা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয়। এ দু’টি সঠিক থাকলে পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ইন্টিগসোল